অপরাধস্বাস্থ্য

বগুড়ায় বিপুল হত্যাকাণ্ডের ঘটনায় মালিকসহ গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি (বগুড়া)—

দোকান কর্মচারী জুনায়েদ আল হাবিব (২১) হত্যাকান্ডের ঘটনায় বিলিয়ার্ড ক্লাবের মালিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

গত শুক্রবার (১১ নভেম্বর) ঘটনার পরপরই শহরের বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করা হয়। এসময় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মূলহোতা দীপংকর রায়, বিলিয়ার্ডের মালিক আরিফ হাসান, শাকি আল মামুন, শোহাইব নবী এবং সাহিল হোসেন।

এরা সবাই বগুড়া শহরের বাসিন্দা। অতিঃ পুলিশ সুপার শরাফত ইসলাম, সনি বাংলা টিভির এই প্রতিবেদককে বলেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শহরের নামাজগড় এলাকার মতি প্লাজায় ব্রেক অ্যান্ড রান বিলিয়ার্ড ক্লাবে পুল খেলাকে কেন্দ্র করে এসময় বিপুল’র সাথে ওই আসামীদের তর্কবিতর্ক ঘটে।

বিপুলের পেটে ও বুকের নিচে ছুরিকাঘাত করে দীপংকর রায়। সাথে থাকা অন্যরা চড়থাপ্পড় ও লাথি দেয়। পরে তাঁরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিপুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রক্তক্ষরণে বিপুল মারা যায়। ওসি ডিবি সাইহান ওলিউল্লাহ জানান, বাকি আসামীদের গ্রেফতার করতে টীম কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button