অপরাধ

রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে রাইচমিল পুড়েছাই

স্টাফ রিপোর্টার খোরশেদ আলম–

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের ফজেরের মোড়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এমদাদুল হকের রাইসমিল পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ৩ ঘটিকার সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনের অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এই সময় আগুনের লেলিহান শিখা দেখে আশে পাশের লোকজন ছুটে এসে বাগমারার ফায়ার সার্ভিসকে অবহিত করেন । খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। রাইস মিলের দরজায় তালা দেওয়া ছিল মিলের ভিতরে থাকা ধান চাল হলুদ শুকনো মরিচ গমের বস্তা সহ অনেক কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ ব্যাপারে বাগমারার ফায়ার ষ্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে । এতে আনুমানিক ৮ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে গোবিন্দপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজের আলী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।গোবিন্দপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান জানান, আমি অগ্নিকাণ্ডের কথা শুনেছি এবং ঘটনা ঘটনাস্থলে গিয়েছি এটা একটি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে মন্তব্য করেন এলাকাবাসী।এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম জানান, বিষয়টি তিনি জানতে পারেন নি। তবে খোঁজ খবর নিয়ে দ্রুত অগ্নিকান্ডের ক্ষতির পরিমান নির্ণয় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগীতা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button