অপরাধ

কেরানীগঞ্জ,পূর্ব বামনশুর, গ্রামের শাওনের বাড়িতে আওয়ামী লীগের হামলা ।

স্থানীয় প্রতিনিধি, কেরানীগঞ্জ, ঢাকা: ২১ ই জুন ২০২৩ (বুধবার)

গত ২০ জুন ২০২৩, মঙ্গলবার আওয়ামীলীগ ক্যাডারদের দ্বারা পূর্ব বামনশুর গ্রামের একটি পরিবার উপর হামলা খবর শুনতে পেয়ে স্থানীয় প্রতিনিধি হিসেবে বিস্তারিত খবর সংগ্রহ করতে ঘটনার পরের দিন ঘটনা¯স্থলে  উপস্থিত হয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি পূর্ব বামনশুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সদস্য মোঃ শাওনের বাড়িতে একমাসে তিনবার হামলা হয়েছে বলে অভিযোগ করছে পরিবার।

কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোঃ শাওনের  পূর্ব বামনশুর বাড়িতে একাধিকবার লোকজন দলবল নিয়ে তাকে খুঁজাখুঁজি করেছে। বাড়ির প্রধান ফটকে হামলার চিহ্ন রয়েছে। প্রাচীরের ওপর বাতিটিও ভাঙা রয়েছে। প্রধান ফটকের দরজাটিও খুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন শাওনের পিতা।

ঘরে জানালা আঘাত ও টিনের বেড়ায় আঘাতের চিহ্ন রয়েছে। শাওনের পিতা জানান ককটেল ফাটিয়ে এ হামলা চালানো হয়েছে। এসময় শাওনকে খোঁজাখুজি করা হয়েছে। জমির হোসেনের স্ত্রী জানান, ভয়ে তারা রাতে বাড়িতে থাকতে ভয় পান। “একটুও ঘুমাইতে ফাইরতেছি না। আতঙ্কের মদ্যেই আছি। ভুক্তভোগী পরিবার জানান কারো হাতের রড থাকে, কারো হাতে পাইপ থাকে।

সবাই মুখোশ পরে আসে,” বলছিলেন জমির হোসেনের স্ত্রী। ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী সব হামলাই হয়েছে রাতে। যারা হামলা অংশ নিয়েছে তারা দলবেধে মোটরসাইকেলে চড়ে এসেছে। ১৫-২০ টি মটরসাইকেল এই হামলায় অংশ নেয়। হামলাকারী প্রত্যেকেই হেলমেট অথবা মুখোশ পরা থাকে বলে অভিযোগ করেছে। তিনি আরো  জানান, হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গত একমাসে তিন দফায় তাদের বাড়িতে এসেছেন। দলবেধে এসে ককটেল ফাটিয়ে একাধিকবার বাড়িতে হানা দেয়ায় আতঙ্কগ্রস্ত এলাকার পাশাপাশি বাড়ির নারী ও শিশুরা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button