

গত ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার আওয়ামীলীগ ক্যাডারদের দ্বারা পূর্ব বামনশুর গ্রামের একটি পরিবার নিঃস্ব হয়ে যাওয়ার খবর শুনতে পেয়ে স্থানীয় প্রতিনিধি হিসেবে বিস্তারিত খবর সংগ্রহ করতে ঘটনার পরের দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি পূর্ব বামনশুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্বনামধন্য সদস্য মোঃ শাওনের বাড়িতে আনোয়ার, জাকির, এবং রিপন সহ দশজন সশস্ত্র আওয়ামীলীগের সন্ত্রাসী বৃহস্পতিবার বিকেল ৫টার সময় হামলা চালায়। তারা প্রথমে জমির হোসেনের বাড়িতে ভাংচুর চালায় ও তাদেরকে ঘর থেকে জোর করে বের করে দেয়।
পরে পুরো বাড়ি পেট্টোল দিয়ে জ্বালিয়ে দেয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঐ পরিবারকে এলাকা ছেড়ে চলে যেতে এবং পরবর্তীতে কখনও তাদেরকে এলাকার আশেপাশে দেখলে হত্যা করার হুমকি দেয়। এই ঘটনার পর জমির হোসেনের পরিবারের সাক্ষাতকার নিতে চাইলেও তাদেরকে ঐ এলাকায় পাওয়া যায়নি এবং তাদের আত্মীয় স্বজনদের বাড়িতেও আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া যায়নি। এলাকাবাসী ঐ পরিবারের জন্য দুঃশ্চিন্তা করছেন এবং এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানান। এলাকাবাসী এ ঘটনার বিচার দাবি করেন এবং নিজেরাও আতংকিত বলে জানান।