সারাদেশ

নওগাঁ মান্দায় উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

নওগাঁ জেলা প্রতিনিধ মোঃ শরিফ উদ্দিন 

নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজার চৌরাস্তায় এসে শেষ হয়। এতে নেতা কর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক ধানের শীষ। শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডা.ইকরামুল বারী টিপু। এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উল্লেখযোগ্য বক্তব রাখেন মান্দা উপজেলা সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও  মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মান্দা উপজেলা বিএনপি’র ১ নং সদস্য জনাব ডাঃ ইকরামুল বারী টিপু তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ন্যায়-নীতি আদর্শ ধারাবাহিকতার মাধ্যমে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে এর কোন বিকল্প নেই। এইজন্য সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে দেশ পরিচালনা কাজে সহযোগিতা করতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে নিয়ে প্রত্যেক নেতাকর্মীদের চলতে হবে।

অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে আহ্বান জানান  বক্তারা। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button