সারাদেশ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত

রোজি আক্তার হ্যাপি-বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় পর্যটন হলিডে হোমস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা মিলিত হন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএমইউজে পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ ও সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. আজিজ মুসুল্লী

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার

সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভূইয়া

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশন’র সভাপতি মো. আ. মোতালেব শরীফ

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ

কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. হোসাইন আমির।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমইউজে জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো. জাহিদ। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সভাপতি ও সদস্যরা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ, তথ্যের সঠিক ব্যবহার, এবং গণতন্ত্রের বিকাশে স্থানীয় সাংবাদিকদের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। একইসাথে, মফস্বল সাংবাদিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আলোচনা শেষে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএমইউজে পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেন।
দিনব্যাপী এই আয়োজনে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিএমইউজে সদস্য ও কুয়াকাটার শিল্প গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button