অপরাধআইন আদালত

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

নিউজ ডেস্ক-

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্না শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন।

চীফ প্রসিকিউটর বরাবর গত ২ আগস্টে হাসানুল বান্নার সই করা পদত্যাগের আবেদন করে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে ‘জন্ডিস/লিভার জনিত রোগে’ আক্রান্ত আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অফিসে যোগদান করতে পারছেন না। চিকিৎসার জন্য আরও সময় লাগবে। এ অবস্থায় তিনি পদত্যাগের আবেদন করেন।

উল্লেখ্য, চলতি বছরের পহেলা জানুয়ারি হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button