অপরাধ

ধামরাইয়ে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

মোঃ নূরহোসেন ধামরাই ঢাকা প্রতিনিধিঃ-

ঢাকার ধামরাইয়ে জুলেখা আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিরাজ হোসেন শেখ (২৫) পলাতক রয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের শামসুল হকের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জুলেখা আক্তারের গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা এলাকায় তার পিতার নাম সোনা মিয়া।

আর পলাতক স্বামী মো. মিরাজ হোসেন শেখের (২৩) গ্রামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় তার বাবার নাম মো. হান্নান শেখ। বর্তমানে তিনি ধামরাইয়ের কাওয়ালিপাড়ায় স্থানীয় শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। প্রতিবেশীরা জানায়, গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় একপর্যায়ে ওই স্ত্রী অজ্ঞান হয়ে যায়। পরে বাড়িওয়ালা ওদের ডেকে মিটমাট করে দেয়। তার পর থেকে সব ঠিকঠাক চলছিলো। হঠাৎ গতকাল মঙ্গলবার দুপুরের দিকে জুলেখার স্বামী বাইরে থেকে ঘরে ছিটকিনি দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। রাতেও সে আর বাড়ি ফিরে আসেনি। এদিকে সেলিম নামে তাদের পরিচিত এক ব্যক্তি গতকাল সন্ধ্যায় জুলেখার খোঁজ করতে আসে। তখন ঘরের দরজা বাহির থেকে আটকানো দেখে সে চলে যায়। পরে আজ সকালে সেই ব্যক্তি আবার খোঁজ করতে আসলে পাশের রুমের এক ভাড়াটিয়া দরজা খুলে দেখে জুলেখা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। কিন্তু অনেক ডাকাডাকিতেও তার ঘুম না ভাঙলে স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে গলায় আঘাতের চিহ্ন দেখে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button