অর্থনীতিপ্রতিবাদ

দৈনিক যুগান্তর পত্রিকায় (রাজধানী পাতায়) ১৪ আগস্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক

“মাতুয়াইলে সওজ’র খাল দখল করে চলছে মার্কেট নির্মাণ” সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। গত ১৪ ই আগস্ট ২০২৫ সালের দৈনিক যুগান্তরে (রাজধানী পাতায়) জামাল হোসেন নামে এক ব্যক্তি সওজ’র খাল দখল করে মার্কেট নির্মাণ করছেন, এই মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আর সংবাদ প্রকাশের পূর্বে আমার কোন ধরবের বক্তব্য নেয়নি যা স্পষ্টই সাংবাদিকতার নীতির পরিপন্থী। আমার নামে কে বা কারা ভিত্তিহীন মিথ্যা বানোয়াট এই সংবাদটি করেছেন, আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত ঘটনার নিম্নরুপ, আমি হাজী মোঃ জামাল হোসেন, একজন প্রবাসী, ২০০২ সালে আমার নিজ নামে নির্মাণাধীন জায়গাটি ক্রয় করেছি যার দাগ নাম্বার-৪১৭৯ ,মৌজা-মাতুয়াইল-যাত্রাবাড়ী,ঢাকা। আমি ২০০৪ সালে মাটি ভরাট করে একটি কাঁচা বাজার স্থাপন করি। এর পর আমি স্বপরিবারে আবারো বিদেশে চলে যাই। ২০১৯ সালে দেশে এসে দ্বীতলা বিশিষ্ট লোহার পিলার দিয়ে মার্কেটের কাজ শুরু করি। এরপর বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের কারণে আমি বিদেশে যেতে পারি নাই। সাবেক সরকারের মদদপুষ্ট কিছু লোক আমার জমির সামনে হাইওয়ে রোডের পাশে মাটি ভরাট করে সরকারি খালটিকে আমার জমির ভিতরে নিয়ে এসেছে। এবং ভরাটকৃত সরকারী জায়গায় অবৈধভাবে দখল করে বিভিন্ন প্রকার দোকান,মার্কেট,গ্যারেজ নির্মাণ করে। আমার ক্রয়কৃত জায়গায় মার্কেট নির্মাণে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এবং আমার মার্কেট নির্মাণ কাজে বাধা প্রদান করেন এবং নানা রকম হয়রানি চেষ্টা করেছেন। ২০২৪ সালের ৫ ই আগস্ট সরকার পরিবর্তনের পর আমার মনে নতুন আশার সঞ্চার সৃষ্টি হয়। আমি পুনরায় মার্কেটের কাজ শুরু করি, বর্তমান সরকারের আমলে সওজ জায়গাটি ২৩ এপ্রিল ২০২৫ উচ্ছেদ করেন। এবং আমার জমির সামনে দখলকৃত গ্যারেজ ও বিভিন্ন স্থাপনা ভেংগে দেয়। পরবর্তীতে একই গ্রুপের উত্তসুরিরা আবারো জায়গাটি দখল করে গ্যারেজ ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। এ নিয়ে আমার নামে নানা রকম কুৎসা,বানোয়াট তথ্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছেন। যাতে করে আমার মানহানি সহ মানুষিকভাবে হেও প্রতিপন্ন করা হচ্ছে, এবং মার্কেটের কাজ  যাতে বন্ধ হয়ে যায়। আমি যাতে জমিটি বিক্রি করে অন্যত্র চলে যাই এই মর্মে আমরা বিরুদ্ধে কাজ করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে এই এলাকার কিছু মানু্‌ষ ,দোকানচদার, পরিচ্ছন্নকর্মী বিভিন্ন এলাকা থেকে ময়লা এনে আমার জমির সামনে খালটিতে ফেলে খালটিকে পানি নিষ্কাষনে বাধা সৃষ্টি করছে। আমি নিজে উদ্যোগী হয়ে, অত্র এলাকারবাসীর কথা চিন্তা করে খাল দিয়ে যাতে সুন্দরভাবে পানি চলাচল করতে পারে এজন্য কিছু বাঁশ  দিয়ে আমার জমির পাশে বেধে রেখেছি। যাতে করে খালটি বন্ধ না হয়। যেহেতু খালটি আমার জায়গার ভিতরে, অতএব অত্র এলাকারবাসীর কথা চিন্তা করে জাতীয় স্বার্থে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের নিকট সুন্দর একটি সমাধান কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button