শিক্ষা ও সংস্কৃতিসারাদেশ
সনিবাংলা টেলিভিশন এর নির্বাহী পরিচালক এর মেয়ে মাহফুজা আনজুম চৌধুরী মিশুর GPA 5 অর্জন
মোঃ হিমু গাজি


সনিবাংলা টেলিভিশন এর নির্বাহী পরিচালক এর মেয়ে মাহফুজা আনজুম চৌধুরী মিশুর GPA 5 অর্জন
তার মোট প্রাপ্ত নাম্বার ১১৫৫, সে নেত্রকোনার মদন উপজেলায় ছাত্রীদের মধ্যে প্রথম স্থান , ছাত্র-ছাত্রী উভয়ের মধ্য দ্বিতীয় স্থান লাভ করেন ,সে তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী হিসেবে পরীক্ষায় অংশ গ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করেন,
মাহফুজা আনজুম চৌধুরী মিশু জাহাঙ্গীর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক শিউলী আবেদীন ও সনিবাংলা টেলিভিশন এর নির্বাহী পরিচালক চৌধুরী মোশারফ হোসেন এর জৈষ্ঠ কন্যা, মেয়ের এই অসাধারণ সফলতায় তারা সক লের নিকট দোয়া ও মেয়ের আরো উত্তরোত্তর সফলতা কামনা করেন।